শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম ২০২৪

এইসএসসি ২০২৪ এর পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে । এইসএসসি পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট প্রকাশ হয়তো কিছু দিনের মধ্যে প্রকাশ পাবে । তাই সকল ছাত্র ছাত্রী এবং অভিভাবক দের জেনে রাখা ভালো কিভাবে এইসএসসি পরীক্ষার  রেজাল্ট দেখতে  হবে । 

রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া রেজাল্ট বের করার নিয়ম 

শুধু রোল নাম্বার দিয়ে এইসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে যেকোন মোবাইলের ম্যাসেজ অপশন থেকে HSC<>বোর্ডের নাম<>রোল নাম্বার<>পরীক্ষার সাল লিখে 16222 নাম্বারে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে। ম্যাসেজ সেন্ড করার পর ফিরতি ম্যাসেজে আপনার এইসএসসি পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে কিংবা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান, তাহলে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এইসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য, নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।

  • প্রথমেই মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করে নিন।
  • HSC<>বোর্ডের নাম<>রোল নাম্বার<>পরীক্ষার সাল এভাবে একটি ম্যাসেজ লিখুন। (Ex: HSC DIN 145963 2024)
  • এরপর, উক্ত ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন।

ম্যাসেজ সেন্ড করার কিছুক্ষণ পর আপনার রেজাল্ট SMS এর মাধ্যমে জানিয়ে দিবে । 

এসএমএস দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য প্রতিটি বোর্ডের শর্ট নাম জেনে রাখতে হবে। নিচে প্রতিটি বোর্ডের শর্ট নাম উল্লেখ করে দেয়া হল।

  1. Dhaka – DHA
  2. Technical-TEC
  3. Dinajpur – DIN
  4. Barishal – BAR
  5. Jessore- JES
  6. Sylhet- SYL
  7. Madrasah – MAD
  8. Rajshahi – RAJ
  9. Chittagong – CHI
  1. Comilla- COM

এইসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এইসএসসি রেজাল্ট চেক করার দুইটি ওয়েবসাইট রয়েছে। সরকারি এই দুইটি ওয়েবসাইট থেকে এইসএসসি পরীক্ষার রেজাল্ট সহ বিভিন্ন বোর্ড পরীক্ষা রেজাল্ট চেক করতে পারবেন। নিচে এই দুইটি ওয়েবসাইটের লিংক দেয়া হলো।

  1. https://eboardresults.com/bn/ebr.app/home/
  2. http://www.educationboardresults.gov.bd/

প্রথম ওয়েবসাইটটি থেকে মার্কশিট সহ এইসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। দ্বিতীয় ওয়েবসাইট থেকেও আপনার এইসএসসি রেজাল্ট বের করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। একটি ওয়েবসাইটের সার্ভার যদি জ্যাম থাকে, তাহলে অন্য ওয়েবসাইটটি দিয়ে রেজাল্ট চেক করার চেষ্টা করুন।

এইসএসসি রেজাল্ট চেক ২০২৪

এইসএসসি রেজাল্ট চেক করার জন্য প্রথমেই http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ড নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। তাহলে সহজেই আপনার HSC Result চেক করতে পারবেন। 

এইসএসসি ফলাফল সবার আগে  দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন 

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের

  • প্রথমেই ভিজিট করুন http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট।
  • এরপর, Examination লেখার পাশে থেকে HSC/Dakhil সিলেক্ট করুন।
  • Year লেখার পাশে 2024 সিলেক্ট করো এবং Board লেখার পাশে আপনার বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।
  • এখন আপনার রোল নাম্বারটি সঠিক ভাবে লিখুন।
  • এর পর রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। 
  • অতঃপর, সবশেষে ক্যাপচা কোড সঠিক ভাবে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

উপরোক্ত এই কয়টি ধাপ অনুসরণ করার মাধ্যমে অনেক সহজেই এইসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করা যাবে ।

আরোও জানুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *