বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর প্রশ্ন

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রশ্ন সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে আসলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কি?  তো চলুন আগে জেনে নেয়া যাক?  তবে একটা কথা বলতে চাই আপনি যদি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সম্পর্কে জানতে চান তবে আমি বলবো যে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। তো আর বেশি কথা না বলে চলুন আগে জেনে নেয়া যাক যে আসলে এই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ আসলে কি?  

বেফাকুল মাসারিসিল আরাবিয়া বাংলাদেশ আসলে কি?  

বেফাকুল মাসারিসিল আরাবিয়া হলো  বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড, যা বাংলাদেশ কওমী শিক্ষা বোর্ড নামেও পরিচিত।   বেফাক ছাড়াও বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের আরো ৫টি শিক্ষা বোর্ড আছে।তবে সর্ব্ব বৃহৎ হলো বেফাক। আর বেফাক তার নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি প্রণয়ন, উন্নয়ন, স্তরভেদে পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদানের কাজ করে। ২০১২ সালের  রিপোর্ট অনুযায়ী,বেফাকের অধীনে সারাদেশে ২০ হাজারেরও অধিক কওমি মাদরাসা রয়েছে। ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বেফাকের অফিস ছিল জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা। ১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত ছিল নয়া পল্টন, ঢাকা-১০০০। সবশেষে ২০০৬ সালের মাঝামাঝি সময়ে ঢাকা–১২০৪ এর যাত্রাবাড়ি, কাজলায় ( ভাঙ্গা প্রেস ) জায়গা ক্রয় করে বেফাকের বর্তমান নিজস্ব  কার্যালয় স্থাপন করা হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ইতিহাস 

আমরা এই পর্যায়ে জানবো বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ইতিহাস সম্পর্কে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর বেফাকের সভাপতি শাহ আহমদ শফী মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়ে যায়। এরপরেই অভ্যন্তরীণ কিছু কর্মকাণ্ডের কারণে অন্যান্য পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটা  বিতর্ক শুরু হয়। ফলশ্রুতিতে ২০২০ সালের ৩ অক্টোবর মজলিসে আমেলার ১২৫ সদস্যের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতি পদে মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি পদে নূর হুসাইন কাসেমী এবং মহাসচিব পদে মাহফুজুল হক নিয়োগ লাভ করে।আর তারাই মূলত বর্তমানে বেফাকের পরিচালক। 

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর রূপরেখা

ছাত্রজীবন শুরু হওয়ার পরে ৮ম শ্রেণি পর্যন্ত দ্বীন-বিজ্ঞানসহ ও বাকি ৮ বছর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি পর্যন্ত শুধু ধর্মীয় শিক্ষা দেয়া হয় এখনে এবং এর পাশাপাশি সাধারণ বিষয়ের উপরে শিক্ষা দেয়া হয়। 

 

★বৈষয়িক জ্ঞান-বিজ্ঞান সমূহ:

  • বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণ।
  • ইংরেজি এবং ইংরেজি ব্যাকরণ।
  • উর্দূ ও উর্দূ কাওয়ায়েদ।
  • ফারসি ও ফারসি কাওয়ায়েদ।
  • গণিত ও জ্যামিতি
  • ইতিহাস
  • ভূগোল
  • বিজ্ঞান
  • যুক্তিবিদ্যা
  • মুনাযারা
  • পাশ্চাত্য দর্শন

★ধর্মীয় শিক্ষার বিষয় সমূহ:

  • আরবি ভাষা, নহব, সরফ, বালাগাত ও আরুয।
  • ফিকহ ও উছুলে ফিকহ।
  • তাসির ও উছুলে তাফসির।
  • হাদীস ও উছুলে হাদীস।
  • তাজবীদ।
  • ফারাইয
  • ইসলামের রাষ্ট্রবিজ্ঞান ও সিরাত।
  • ইসলামের অর্থনীতি।
  • ইসলামের সমাজ বিজ্ঞান ও সিরাত।
  • ইসলামের দর্শন।
  • পরিবার বিজ্ঞান

ধর্মীয় জ্ঞান – বিজ্ঞানের সাধারণ ধারা হচ্ছে দাওরায়ে হাদীস তথা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত। তদুপরি রয়েছে ডিপ্লোমা কোর্স। যেমন: হাদীস, তাফসীর, ফিকহ, আরবি ভাষা, ইসলামি অর্থনীতি, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান ও মুকারানাতুল আদইয়ান প্রভৃতি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর প্রশ্ন 

আপনাদের সকলের অপেক্ষার পালা শেষ করে এবারে আসা যাক মূল কথায়। আপনারা তো এটির জন্যই এতোক্ষণ অপেক্ষা করছিলেন? তো চলুন এবারে জেনে নেয়া জাক বেফাকের প্রশ্ন সম্পর্কে। আসলে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষাবোর্ডে মধ্যে বেফাক অন্যতম। আর সেই হিসেবে বেফাকের প্রশ্ন প্যাটার্ন ও তুলনামূলক অনেক স্টান্ডার্ড হয়ে থাকে। 

মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হলো  কওমী মাদ্রাসার বোর্ডের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা বোর্ড। আর এর অধিভুক্ত রয়েছে প্রায় ২০ হাজারের উপরে কওমি মাদ্রাসা।  প্রিয় ভিউয়ারস আপনার যদি উক্ত পোস্ট টি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথেই থাকবে এইরকম আরও ইন্টারেস্টিং তথ্য পেতে ধন্যবাদ।

আরোও নিত্যনতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *