বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ যোগ্যতা, আবেদন, বেতন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে| ১৩ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ ২৪ জুন ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত| বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী-পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন| বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে আগ্রহী তারা আবেদনের সকল তথ্য বিস্তারিত জানার জন্য আমাদের এই পোস্টটি ভালো করে পড়বেন|
যে সকল প্রার্থী আগ্রহী তাদেরকে অবশ্যই বিজ্ঞপ্তিতে দেওয়ার নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া আবেদনের শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, পদ সংখ্যা, পদের বেতন সমূহ ও অন্যান্য সুবিধা, আবেদন ফি জমা প্রদান ইত্যাদি বিস্তারিত সকল তথ্য সমূহ ব্যাখ্যা করা হলো|
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- নিয়োগ প্রকাশের তারিখ:১৩ জুন ২০২৪
- পদের সংখ্যা: একটি পদে ০৯ জন
- যোগ্যতাঃ অষ্টম,এসএসসি , এইচএসসি
- বয়সসীমা: ১৮ – ৩০ বছর ( মুক্তিযোদ্ধার কোটা এর ক্ষেত্রে ৩২ বছর )
- আবেদনের শুরু তারিখ: ২৪ জুন ২০২৪
- আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০২৪
- আবেদনের মাধ্যম: অনলাইনে
- অফিসিয়াল ওয়েব সাইট: https://www.supremecourt.gov.bd
- আবেদনের ঠিকানা: http://supremecourt.teletalk.com.bd/
- চাকরির ধরন:সরকারি
পদসমূহের নাম এবং শিক্ষাগত যোগ্যতা:
যারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী তাদেরকে অবশ্যই বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রেক্ষিতে আবেদন করতে হবে | ভিন্ন ভিন্ন পদসমূহের বেতন স্কেল, গ্রেট, পদ সংখ্যা, পদের নাম ও অন্যান্য সুবিধা সমূহ বিস্তারিত আলোচনা করা হলো-
- পদের নাম:নিরাপত্তা প্রহরী |
- পদ সংখ্যা : ০৯টি |
- বেতন স্কেল :৮২৫০ – ২০০১০/- টাকা |
- গ্রেড-২০|
নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS এর মাধ্যমে কর্তৃপক্ষ দ্বারা সঠিক সময়ে জানানাে হবে। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওয়েবসাইট www.supremecourt.gov.bd এ প্রকাশ করা হবে।সুতরাং জেলা প্রশাসকের কার্যালয় নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি:
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে চান । তাদেরকে অনলাইনের এই http://supremecourt.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে |এই ওয়েবসাইটে আপনার সকল দিয়ে আবেদনপত্র পূরণ করে Submit করতে হবে | অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে ।
অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন তা নিম্নে ধাপ গুলো দেওয়া হল –
- সর্ব প্রথম,আবেদন করার জন্য নিম্নে উল্লেখিত ওয়েবসাইটে http://supremecourt.teletalk.com.bd/ ভিজিট করুন।
- এরপর,Application Form অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করবেন তা নির্বাচন করুন।
- এরপর, Next এ ক্লিক করুন।
- চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদনপত্রটি পূরণ করে নিন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য Next এ ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি সহ আপলোড করতে হবে ।
- ফরম পূরণ হয়ে গেলে পুনরায় তথ্য ভালোভাবে দেখে তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করার পর আবেদন কপি ডাউনলোড করুন করে নিন।
এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম :
- প্রথম SMS এ যা লিখবেন : HCD <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে
- Example: HCD DSDSS & Send to 16222
- দ্বিতীয় SMS এ যা লিখবেন :HCD <স্পেস>Yes<স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
- Example: HCD Yes 2434234344 & Send to 16222
দ্বিতীয় SMS সঠিক ভাবে পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটি Password দেওয়া হবে যেটি User ID এর সাথে সংরক্ষণ করতে হবে। ওয়েবসাইটে লগইন করার সময় User ID এবং Password কাজে লাগবে।
প্রবেশপত্র ডাউনলোড
আবেদন শেষে পরবর্তীতে প্রবেশপত্র এই http://supremecourt.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীগণের নিকট সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে |SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ও পরীক্ষার কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য় এবং প্রবেশপত্র Download দিয়ে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন |
নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা কয়েকটি ধাপের মাধ্যমে সম্পূর্ণ হবে নিম্নে ধাপগুলো হলােঃ
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।
- সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
- Applicant’s Copy/আবেদনের কপি।
- মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
- চারিত্রিক সনদপত্র।
আরও পড়ুনঃ