বাংলাদেশ রেলওয়ে টিটি নিয়োগ ২০২৪ যোগ্যতা, আবেদন, বেতন

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৪ এর বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়ে কতৃক প্রকাশিত হয়েছে।এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৩৩৮ জন জনবল নিয়োগ করা হবে।যারা রেলওয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত জানতে চান বা আবেদন করতে চান তাদের জন্য এই বিবরনটি।তাই আমাদের এই বিবরণ টি ভালোভাবে পড়ুন।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৩ জুন ২০২৪ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে।এই বিজ্ঞপ্তিতে মোট ৪ টি ক্যাটাগরিতে ৩৩৮ জন নিয়োগ করা হবে।আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৪ ইং এবং শেষ হবে ৮ আগস্ট ২০২৪ ইং। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের সকলে নিয়ম ও শর্তাবলী এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।তাই মনোযোগ দিয়ে আমাদের বিবরনটি পড়ুন।

বাংলাদেশ রেলওয়ে টিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিস্তারিত

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৩ জুন ২০২৪ ইং
  • বিজ্ঞপ্তি সংখ্যা : ১ টা
  • চাকরির ধরন: সরকারি চাকরি 
  • ক্যাটাগরি : ৪টি
  • শূন্যপদ: ৩৩৮ টি
  • আবেদনের করার মাধ্যম : অনলাইনে
  • আবেদন শুরুর তারিখ: ০১ জুলাই
  • আবেদনের শেষ তারিখ: ০৮ আগস্ট 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর শূন্যপদের বিবরন

(০১) পদের নাম: ট্রেন এক্সামিনার 

  • পদ সংখ্যাঃ ৪৫ টি
  • বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 
  • বেতন স্কেলঃ গ্রেড-১২ (১১,৩০০-২৭,৩০০/-)  
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

(০২) পদের নাম: ট্রাফিক এ্যাপ্রেন্টিস 

  • পদ সংখ্যাঃ ১৮টি
  • বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 
  • বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)  
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

(০৩) পদের নাম: ট্রেন কন্ট্রোলার

  • পদ সংখ্যাঃ ২৭ টি
  • বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 
  • বেতন স্কেলঃ গ্রেড-১২ (১১,৩০০-২৭,৩০০/-)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

(০৪) পদের নাম: ট্রেড এ্যাপ্রেন্টিস

  • পদ সংখ্যাঃ ২৪৮ টি
  • বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 
  • বেতন স্কেলঃ গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)  
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি 

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করতে হবে তা নিচে আলোচনা করা হলোঃ 

অনলাইনে  আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১ জুলাই সকাল ০৯.০০ টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৮ আগস্ট বিকাল ০৪.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS  এ পরীক্ষার ফি জমা দিতে হবে । অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে তাদের ওয়েবসাইটে Upload করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, বিধায় অনলাইনে  আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য ভালোভাবে দেখে নিতে হবে। 

SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

বাংলাদেশ রেলওয়ে নিয়োগের জন্য অনলাইনে আবেদনে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন পত্রটি Submit সম্পূর্ণ করার পর আপনাকে একটা ইউজার আইডি , ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant কপি পাবেন। এই Applicant টি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন।

Applicant কপি তে একটি ইউজার আইডি নম্বর থাকবে এই ইউজার আইডি ব্যাবহার করে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। কিভাবে ফি প্রদান করবেন তা নিম্নে আলোচনা করা হলো:

যেকোনো টেলিটক প্রি পেইড সীমের মাধ্যমে ২ টি SMS করে স্টেশন মাস্টার পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটক সিমের চার্জ বাবদ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা প্রদান করতে হবে। সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড ২ পরিক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক সিমের চার্জ ১২ টাকা সহ মোট ১১২ টাকা প্রদান করতে হবে। 

কিভাবে SMS এর মাধ্যমে ফি প্রদান করবেন বা কিভাবে Sms লিখবেন নিম্নে দেওয়া হলো

প্রথম sms এ যা লিখবেন: BR<Space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BR ERTERE & Send to 16222. (ERTERE এর স্থলে User ID নম্বর বসাতে হবে)

Reply : Applicant’s Name, TK Will be charged as application fee. Your PIN is 353452.

দ্বিতীয় SMS এ যা লিখবেন : To pay fee, BR < Space > Yes < Space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

 Example : BR Yes 353452 & Send to 16222. (353452 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)

বাংলাদেশ রেলওয়ে ২০২৪ প্রবেশপত্র

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর প্রবেশপত্র ডাউনলোড করতে এই   http://br.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে । SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী download করে Print করে নিবেন। প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ সময়ে এবং লিখিত পরীক্ষায়  উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শণ করতে হবে ।

আরও পড়ূুনঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *