পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ যোগ্যতা, আবেদন, বেতন

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা কর্তৃক পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আটজন জনবল রা নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি এর বিশদ বিবরণ আমাদের ওয়েবসাইটে আলোচনা করা হয়েছে। যারা পানি সম্পদ পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর জন্য আবেদন করতে চান অবশ্যই আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়বেন। 

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি ১০ থেকে ১২ তম গ্রেটের পাঁচটি ক্যাটাগরি মধ্যে আটটি পদে নিয়োগ দিচ্ছে। এই নিয়োগটিতে কিভাবে আবেদন করবেন সব কিছু এই পেস্টে বিবরণ দেওয়া হয়েছে। তাই সম্পুর্ন লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন।

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • সংস্থার নামঃ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা।
  • পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
  • পোষ্ট ক্যাটাগরীঃ ০৫
  • মোট পদ সংখ্যাঃ ০৮
  • চাকরির ধরনঃ ফুল টাইম
  • বেতন স্কেলঃ ১৬০০০ – ৩৮৬৪০/- থেকে ৮,৫০০-২০,৫৭০/- টাকা।
  • চাকরির ধরনঃ সরকরি চাকরি
  • সার্কুলার প্রকাশিত তারিখঃ ২৩ জুন ২০২৪
  • আবেদন শুরু তারিখঃ ১ জুলাই সকাল ১০টা থেকে 
  • আবেদনের শেষ তারিখঃ ২১ জুলাই ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত
  • কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ warpo.teletalk.com.bd/

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল 

পদের নামঃ কার্টোগ্রাফার।

  • পদের সংখ্যাঃ ০১ টি
  • গ্রেডঃ -১০
  • বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/-
  • শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ডিপ্লোমাসহ (এক) টি কার্টোগ্রাফিতে ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে ।

পদের নামঃ ক্যাশিয়ার।

  • পদের সংখ্যাঃ ০১ টি
  • গ্রেডঃ -১৪
  • বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
  • যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নামঃ গাড়িচালক।

  • পদের সংখ্যাঃ ০৩ টি
  • গ্রেডঃ -১৬
  • বেতন স্কেলঃ ০৯,৩০০-২৪,৪৯০/-
  • শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট (তিন) টি মোটরযান চালনায় ৩ বৎসরের অভিজ্ঞতা।
  • যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ঢাকা ,  চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নামঃনিরাপত্তা প্রহরী

  • পদের সংখ্যাঃ ০১টি
  • গ্রেডঃ -২০
  • বেতন স্কেলঃ ০৮,২৫০-২০,০১০/-
  • শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ৮ম শ্রেণী উত্তীর্ণ।
  • যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নামঃ অফিস সহায়ক

  • পদের সংখ্যাঃ ০২টি
  • গ্রেডঃ -২০
  • বেতন স্কেলঃ ০৮,২৫০-২০,০১০/-
  • শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অনলাইনে আবেদন নিয়মাবলী :

পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনলাইনে আবেদন ও নিয়মাবলী :

 পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://warpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনেআবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০24 সকাল ০৯.০০ ঘটিকা Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১/০৭/২০২৪ রাত ১২.০০ ঘটিকা । উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে তাদের ওয়েবসাইটে Upload করতে হবে । প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনলাইনে আবেদনপত্র কর্তৃপক্ষের নির্দেশনা মতে যথাযথভাবে পূরণ করতে হবে।নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে। আবেদন পত্রটি সম্পন্ন হলে কম্পিউটারে  ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে। আবেদন পত্রটি সম্পন্ন করার পর প্রাপ্তি একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষর একটি এপ্লিকেন্ট কপি পাবে।

প্রাণিসম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এপ্লিকেন্ট কপি ডাউনলোড করে সংরক্ষণ  করবেন। এপ্লিকেন্ট কপিটিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং এই ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রাপ্তি পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল সিমের মাধ্যমে এই দুইটি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে।

পদের নাম পরীক্ষার ফি Teletalk এর সার্ভিস চার্জ মোট
কার্টোগ্রাফার ৪০০/- টাকা ৪৮/- টাকা ৪৪৮/- টাকা
ক্যাশিয়ার ৩০০/- টাকা ৩৬/- টাকা ৩৩৬/- টাকা
গাড়িচালক ৩০০/- টাকা ৩৬/- টাকা ৩৩৬/- টাকা
নিরাপত্তা প্রহরী ২০০/- টাকা ২৪/- টাকা ২২৪/- টাকা
অফিস সহায়ক ২০০/- টাকা ২৪/- টাকা ২২৪/- টাকা

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ SMS প্রেরণের নিয়মাবলীঃ

প্রথম SMS যা লিখবেন : WARPO<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: WARPO ABCDEF

দ্বিতীয় SMS যা লিখবেন : WARPO<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: WARPO YES 12345678 

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি  লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে এবং লিখিত পরীক্ষায়  উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *