কলেজ পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

কলেজ পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম যারা খুজতেছেন তাদের জন্য এই আর্টিকেলটি। কোন শিক্ষার্থী যদি এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় তাহলে ছাড়পত্রের বা টিসির প্রয়োজন পড়ে। অনেকেই জানেন না কলেজ পরিবর্তনের জন্য ছাড়পত্র বা টিসির আবেদন পত্র কিভাবে লিখতে হয় ।তাদের জন্য এই পোস্টটি সাজানো হয়েছে । ওদের আর্টিকেলটি অনুসরণ করে আপনি খুব সহজেই কলেজ পরিবর্তনের আবেদন পত্র বা ছাড়পত্র খুব সহজেই লিখতে পারবেন।

কলেজ পরিবর্তনের জন্য আবেদন পত্র লেখা সাধারণ সকল আবেদন পত্রের মতোই । সাধারণ আবেদনপত্র যেভাবে লিখতে হয় ঠিক সেভাবেই কলেজ পরিবর্তনের জন্য আবেদন পত্র লিখতে হবে ।আবেদন লেখার নিয়ম সম্পর্কে যদি অবগত না হন তাহলে আমাদের এই আর্টিকেল টি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পরে এই বিষয়টি সম্পর্কে জেনে নিন আবেদন পত্র লেখার নিয়ম। এছাড়া আবেদন পত্র লেখার সময় কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। পরিষ্কার ও সুন্দর একটি সাদা কাগজে আবেদন পত্রটি কালো বলপেন দিয়ে লিখতে হবে। আবে তোর লেখা শেষে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে। আবেদনপত্র টি অবশ্যই কলেজে গিয়ে জমা দিতে হবে।

কলেজ পরিবর্তনের জন্য আবেদন পত্র

কলেজ পরিবর্তনের জন্য আবেদন পত্র বা  ছাড়পত্রের জন্য আবেদন কিভাবে লিখতে হবে নিম্নে একটি আবেদন পত্রের নমুনা দেওয়া হলো

তারিখঃ ১১  জুলাই ২০২৪ 

বরাবর

প্রধান শিক্ষক

রংপুর জিলা স্কুল, রংপুর।

বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণির ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। আমি আমার পরিবার সহ রংপুর জেলার বসবার করি। আমার বাবা একজন সরকারি চাকুরীজীবি। গত ০২ /০৫/২০২৪ ইং তারিখে তিনি দিনাজপুর জেলার বদলি হন। ফলে আমাদেরকে পরিবারসহ সেখানে স্থানান্তরিত হতে হবে। রংপুরে আমার কোন অভিভাবক না থাকায় আমার পক্ষে একাই রংপুরে থেকে পড়াশুনা করা সম্ভব নয়।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে ছাড়পত্র দানে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

নিজের নাম 

শ্রেণিঃএকাদশ, শাখাঃ ক

রোলঃ 

এই আবেদন পত্রটি লেখা শেষে অভিভাবকের সাক্ষর নিতে হবে। অন্যথায় আবেদন পত্রটি গ্রহণ নাও হতে পারে।

অনলাইনে কলেজ পরিবর্তনের e-TC আবেদন ফরম পূরণ

ইলেকট্রনিক্স ট্রান্সফার সার্টিফিকেট হচ্ছে e-TC পূর্ণ রূপ।শিক্ষার্থী ঘরে বসেই অনলাইনে ইটিসির আবেদন ফরম জমা দিতে পারে। অনলাইনে ইটিসির মাধ্যমে কলেজ পরিবর্তনের আবেদন ফ্রম জমা দেবার পর প্রথমে শিক্ষার্থীর বর্তমানে অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান কলেজ পরিবর্তনের অনুমোদন করবে এরপর যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক সেই শিক্ষা প্রতিষ্ঠান করবে তারপর সংশ্লিষ্ট শিক্ষা

বোর্ড কর্তৃপক্ষ কলেজ পরিবর্তনের ইটিসি আবেদন পত্রটি যথাযথভাবে যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে তার কলেজ পরিবর্তনের অনুমতি প্রদান করবে। একাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের ইটিসি আবেদন ফরম কিভাবে পূরণ করতে হবে । নিম্নে আলোচনা করা হলো 

আপনি যে শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে e-TC আবেদন ফরমটি ওপেন করুন । এরপর TC Class সেকশন Class সিলেক্ট করুন Passing Year অপশনে সাল সিলেক্ট করবে্ন । এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার এবং Roll ঘরে শিক্ষার্থী এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখবেন।

তারপর Student’s Name অপশনে শিক্ষার্থী তার নিজের নাম,Father’s Name এবং  Mother’s Name এর ঘরে শিক্ষার্থীর বাবা মায়ের নাম লিখতে হবে । অবশ্যই শিক্ষার্থী তার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দেখে যথাতভাবে পূরণ করতে হবে।

এরপর Mobile Number এর ঘরে শিক্ষার্থী তার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিতে হবে কারণ উক্ত নাম্বারটি যাচাই করার জন্য একটি সিকিউরিটি কোড পাঠানো হবে।  Current institute ঘরে শিক্ষার্থী একাদশ শ্রেণীতে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠানকে সিলেক্ট করতে হবে।TC institute ঘরে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ পরিবর্তনের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানকে সিলেক্ট করতে হবে।

Subject Code অপশন থেকে শিক্ষার্থী একাদশ শ্রেণীতে যে সকল বিষয়ে ভর্তি হয়েছে সে সকল বিষয় কোড লিখতে হবে। যে কারণে শিক্ষার্থী টিসি নিতে ইচ্ছুক সে কারণটি সিলেক্ট করতে হবে।সর্বশেষে Submit your application বাটনের উপরে ক্লিক করে ইটিসির অনলাইন আবেদন ফরমটি জমা দিতে হবে।

আশা করছি আজকের কলেজ পরিবর্তনের জন্য আবেদন নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে । কলেজ পরিবর্তনের জন্য আবেদন বিষয় কোন কিছু বুজতে সমস্যা হলে আমাদের জানাতে  পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *