ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে। ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি এর মাধ্যমে প্রায় 209 জন লোক নিয়োগ করবে।এই বিজ্ঞপ্তিতে অর্থ বিভাগের ১৬ তম গ্রেডের একটি ক্যাটাগরের মোট 209 টি পদে নিয়োগ দেওয়া হবে। এর আবেদন ১২ জন ২০২৪ এ শুরু হয়েছে এবং শেষ হবে ১৮ই জুলাই ২০২৪  তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে  বিশদ বিবরণ আমাদের এই  আর্টিকেল এ আলোচনা করা হয়েছে। যারা ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর জন্য আবেদন করতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

  • সংস্থার নামঃ সমাজসেবা অধিদপ্তর।
  • পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
  • পোষ্ট ক্যাটাগরীঃ ০১।
  • মোট পদ সংখ্যাঃ ২০৯।
  • চাকরির ধরনঃ ফুল টাইম
  • বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
  • চাকরির ধরনঃ সরকরি চাকরি.
  • সার্কুলার প্রকাশিত তারিখঃ ০৯ জুন ২০২৪।
  • আবেদন শুরু তারিখঃ ১২ জুন
  • আবেদনের শেষ তারিখঃ ১৮ জুলাই
  • কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ dss.teletalk.com.bd/

সমাজকর্মী অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ সমাজ কর্মী।

পদের সংখ্যাঃ ২০৯ টি

গ্রেডঃ -১৬

বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

সমাজকর্মী অধিদপ্তর নিয়োগ  আবেদন :

 অনলাইনে আবেদনপত্র পূরণ ও   পরীক্ষার ফি অবদান শুরু হবে  ১২/০৬/২০২৪ সকাল ১০.০০ ।অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ সময় ১৮/০৭/২০২৪ রাত ১১.৫৯ পর্যন্ত।এই  সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তীগণ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থী জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন  পত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবিপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবির  সাইজ  (৩০০ ×  ৩০০) pixel ও স্বাক্ষর (৩০০ ×৮০ ) pixel স্ক্যান করে আপলোড দিতে হবে।সবশেষে অনলাইনে আবেদনপত্র পূর্বেই সম্পূর্ণ তথ্য সঠিক তা সম্পর্কে প্রাপ্তি নিজেই শতভাগ নিশ্চিত হবেন।  

SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান:

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান যেভাবে করবেন। আবেদন করার পর Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy কপিতে  ইউজার আইডি থাকবে। এই ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি দুইশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট  ২২৩ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। 

কিভাবে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করবেন তা নিচে দেওয়া হল

প্রথম SMS  যা লিখবেন : DSS<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DSS ABCDEF

দ্বিতীয় SMS  যা লিখবেন: DSS<space>YES<space>PIN লিখে Send করুন 16222 নম্বরে।

Example: DSS YES 3424242

প্রবেশপত্র ডাউনলোড 

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র http://dss.teletalk.com.bd অথবা, DSS Website: www.dss.gov.bd এর ওয়েবসাইট  থেকে ডাউনলোড করতে পারবেন ।  প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথা সময়ে জানানো হবে। 

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রবেশপত্র এসএমএসে  ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে  পরবর্তীতে প্রবেশপত্র রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।  প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার  সময়ে অবশ্যই দেখাতে হবে।

 পরিশেষেঃআজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন  ইউনিয়ন সমাজকর্মে নিয়োগ বিজ্ঞপ্তি এর কোন বিষয়ে সম্পর্কে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের  উত্তর দেওয়ার চেষ্টা করব  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *