আইএইচটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

আইএইচটি (IHT ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী) সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের জন্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময় সীমা বৃদ্ধি বিজ্ঞপ্তি ২ জুলাই প্রকাশ করেছে। আগ্রহী ছাত্র-ছাত্রীরা এই ভর্তি প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। এখন IHT সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেই ।
IHT (আইএইচটি) – ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি
- মোট IHT সংখ্যা: 23
- মোট আসনের সংখ্যা: 3,619
- IHT সমূহ: ঢাকা, রাজশাহী, বগুড়া,রংপুর, ঝিনাইদহ, সাতখিরা,চট্টগ্রাম, বরিশাল, জামালপুর,নোয়াখালী, নওগাঁ, টুংগিপাড়া, সিলেট, সিরাজগঞ্জ, কাশিয়ানি গোপালগঞ্জ, জয়পুরহাট, মাদারীপুর,গোপালগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম, ময়মনসিংহ, শিবচর মাদারীপুর।
আইএইচটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
- অনলাইন আবেদন করুন: – আবেদন করার জন্য ওয়েবসাইট এ যান। – আবেদন শুরু হবে ১১ জুন ২০২৪ তারিখে এবং শেষ হবে ৩১ জুলাই ২০২৪ তারিখে।
- ভর্তি পরীক্ষা: – আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষা ২৩ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। – পরীক্ষা সময় ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করুন: – প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ওয়েবসাইট এ যান। – প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে ২০ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।

আই এইচ টি (IHT) আবেদনকারীদের যোগ্যতা:
যারা আবেদন করতে চান তাদের অবশ্যই মিনিমাম 2.5 GPA থাকতে হবে । যেটি বায়োলজি সাথে সাইন্স বিভাগের এসএসসি বা সমতুল্য পরীক্ষা থেকে ২০২০থেকে ২০২৪ সালের মধ্যে পাস থাকতে হবে ।
প্রয়োজনীয় কাগজপত্র:
যারা ‘ও’ লেভেল পাস করেছেন কিংবা বিদেশে থাকলে, তাদের অবশ্যই ডাক্তার (মেডিক্যাল এজুকেশন) অধিদপ্তর মোহাখালি থেকে সংখ্যা সমতুল্যকরণ সনদ এবং আইডি কোড সংগ্রহ করতে হবে।সংখ্যা সমতুল্যকরণ সনদ এবং আইডি কোড সংগ্রহ করার জন্য দুই হাজার টাকার পে-অর্ডার জমা দিতে হবে ।
বিভাগীয় আবেদনকারীদের অবশ্যই ডাক্তার (মেডিক্যাল এজুকেশন) অধিদপ্তর থেকে আইডি কোডটি সংগ্রহ করে নিতে হবে ।
আই এইচ টি (IHT) ভর্তি ফর্ম ২০২৪-২৫
আবেদন পদ্ধতি:
- প্রথমে ইন্টারনেট ব্রাউজারে dgme.teletalk.com.bd ওয়েবসাইটে যান।
- এরপর IHT/MATS ভর্তি বাটনে ক্লিক করুন।
- তারপর Application Form সেকশনে ক্লিক করুন।
- এখন স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিপ্লোমা কোর্স/মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রোগ্রাম নির্বাচন করুন।(Diploma Course in Institute of Health Technology / Diploma Course in Medical Assistant Training School)
- পরবর্তী ধাপে যান।
- পরবর্তী পেজে কার্যক্রম নির্বাচন সেকশনে জাতীয় পাঠ্যক্রম (এসএসসি/সমতুল্য) বা GCE (O লেভেল/সমতুল্য) মধ্যে একটি নির্বাচন করুন।
- সবকিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে ফাঁকা ঘর গুলো পুরন করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- সব শেষে আবেদনটি জমা দিন।
IHT ভর্তি ফি পেমেন্ট
অনলাইনে আবেদন করার পর,দ্বিতীয় ধাপে আপনাকে টেলিটক প্রিপেইড সিম নম্বরের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি প্রদান করতে হবে।ভর্তি পরীক্ষার ফি ৭০০ টাকা ।পেমেন্ট সম্পর্কে বিস্তারিত নির্দেশনা MATS IHT ভর্তি নোটিশে উল্লিখিত রয়েছে । ভর্তি আবেদন ফি মোট দুটি এসএমএসের ফরমেট এর মাধ্যমে প্রদান করা যেতে পারে।
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে যেয়ে IHTM লিখে, স্পেস দিন এবং ফর্ম পূরণের সময় পেয়ে যাওয়া ইউজার আইডি লিখে 16222 নম্বরে SMS পাঠিয়ে দিন ।
উদাহরণ: IHTM <স্পেস> WRWR লিখে 16222 নম্বরে পাঠান। এখানে WRWR হলো ফর্ম পূরণের সময় পেয়ে যাওয়া ইউজার আইডি।
প্রতিস্থাপনে, এসএমএস দ্বারা সম্মতি চাওয়া হবে যেখানে পাসওয়ার্ড, প্রার্থীর নাম এবং ৭০০ টাকা ভর্তি পরীক্ষার ফি কেটে নেওয়ার সকল তথ্য থাকবে। সম্মতি প্রদান করতে 16222 নম্বরে নিম্নলিখিত এসএমএস পাঠান।
IHT ভর্তি পরীক্ষা ২০২৪-২৫: বিষয় এবং মার্কের ধরণ
পরীক্ষার ধরণ: মৎস আইএইচটি ভর্তি পরীক্ষা একটি মুলত ১০০ মার্কের এমসিকিউ (MCQ) লেখিত পরীক্ষা হবে।
- বিষয় এবং মার্ক বিতরণ:
- বাংলা: ১৫ মার্ক
- ইংরেজি: ১৫ মার্ক
- গণিত: ১৫ মার্ক
- পদার্থবিজ্ঞান: ১৫ মার্ক
- রসায়ন: ১৫ মার্ক
- জীববিজ্ঞান: ১৫ মার্ক
- সাধারণ জ্ঞান: ১০ মার্ক (বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ)
- পরীক্ষার সময়: পরীক্ষার সময় এক ঘণ্টা।
পরিশেষে: আমাদের আজকের আর্টিকেল পরে যদি আপনার কোথাও বুজতে সমস্যা হয় , তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করতে পাড়েন। আমরা আপনাদের মতামতের উপযুক্ত সমাধান দেওয়ার চেষ্টা করব ।